ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় আ’লীগের উদ্যোগে সমাবেশ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
বগুড়ায় আ’লীগের উদ্যোগে সমাবেশ-মিছিল পৌর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল- ছবি: আরিফ জাহান

বগুড়া: দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে বগুড়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে পৌর আওয়ামী লীগ শহরের কলোনি এলাকায় এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিল আজিজ।

 

সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শাহীন, আবু ওবায়দুল হাসান ববি ও শেখ শামীম প্রমুখ।  
 
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট আগুন নিয়ে রাজনীতি করছে। বিগত সময়ে তারা আন্দোলনের নামে গোটা দেশে আগুন জ্বালিয়েছে। মানুষ পুড়িয়েছে। জ্বালাও পোড়াও করে দেশের সম্পদ বিনষ্ট করেছে।
 
বক্তারা আরো বলেন, এখনো দেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দলের নেতাকর্মীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। তাই বিএনপি-জামায়াত জোটের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
 
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। উক্ত কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।    
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ