ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সাভারে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
সাভারে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা গণতন্ত্রের বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও মোটর শোভাযাত্রা/ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): গণতন্ত্রের বিজয় দিবস ও আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে সাভার এবং আশুলিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও মোটর শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে সাভারের তালবাগ এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। এসময় মোটরসাইকেল, মোটরগাড়ি ও পিকআপ ভ্যানে করে র‌্যালিটি বের করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।



র‌্যালি ও মোটর শোভাযাত্রায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি ও মোটর শোভাযাত্রাটি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার ঘুরে জিরানি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ