ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কিশোরগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
কিশোরগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল কালাম (৪৭) নামে আ’লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবুল কালাম (৪৭) নামে আ’লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ফরিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে আবুল কালাম ও একই গ্রামের গোলাপ মিয়ার ছেলে শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ আবুল কালামের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে আবুল কালাম গুরুতর আহত হন।  

স্থানীয়রা গুরুতর আহত আবুল কালামকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, আবুল কালামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শরীফের পরিবারের ৫টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বাংলানিউজকে জানান,  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ