ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়ে আ’লীগের র‌্যালি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়ে আ’লীগের র‌্যালি ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিজয় দিবসের র‌্যালি উদ্বোধন করেছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল...

ঢাকা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিজয় দিবসের র‌্যালি উদ্বোধন করেছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা আমাদের প্রধান শত্রু।

বিজয়ের এই দিনে শপথ- সাম্প্রদায়িকতা প্রতিহত করা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় র‌্যালি শুরু হয়। যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির-৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ