ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (০৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির একটি রেস্টুরেন্টে আলোচনা সভার মধ্যদিয়ে আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার কার্যকরী কমিটি গঠিত হয়।  

কমিটিতে সভাপতি পদে ড. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে ড. আবুল হাসনাৎ মিল্টন নির্বাচিত হন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে হারুণ অর রশীদ ও আশরাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে আলাউদ্দিন অলোক ও মশিউর রহমান হৃদয় নির্বাচিত হন।

উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং সিডনি অলিম্পিক মেলা, বৈশাখী মেলা আয়োজনের অন্যতম রূপকার। ডা. আবুল হাসনাৎ মিল্টন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সমাজকল্যাণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সহসভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ