ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

মেলবোর্নে দক্ষিণ এশীয় কবিতা উৎসব

আহমেদ শরীফ শুভ, অস্ট্রেলিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মেলবোর্নে দক্ষিণ এশীয় কবিতা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মেলবোর্নে দক্ষিণ এশীয় কবিতা উৎসব ও বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো মেলবোর্ন প্রবাসী দক্ষিণ এশীয় কবিদের নিয়ে এ কবিতা উৎসবের আয়োজন করে সাউথ এশিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল।



স্থানীয় স্টার্লিং থিওলজিক্যাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে মেলবোর্নে বসবাসরত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার কবিরা ইংরেজি অনুবাদসহ স্বরচিত কবিতা পাঠ করেন। বাংলাদেশ ও বাংলা ভাষার কবিদের প্রতিনিধি হিসাবে কবিতা পাঠ করেন শরীফ আস-সাবের, আহমেদ শরীফ শুভ, ওয়াজিহ রাজীব ও নাহিদ খান।

কবিতা উৎসবে প্রবাসী দক্ষিণ এশীয় কবি ও লেখকদের লেখা বইয়ের প্রদর্শনীরও আয়োজন করা হয়।

উৎসবের শেষ পর্বে ছিল কবি ও লেখকদের বই নিয়ে আলোচনা। এ পর্বে প্রবাসী বাংলাদেশি কবি ও গল্পকার আহমেদ শরীফ শুভ তার বইয়ে প্রকাশিত কবিতা ও গল্পের ধরন ও উপজীব্য নিয়ে আলোচনা করেন।

মেলবোর্নে বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসীরা উৎসব উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ