ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

মেলবোর্নে মাহিদুল ইসলামের আবৃত্তি সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
মেলবোর্নে মাহিদুল ইসলামের আবৃত্তি সন্ধ্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খ্যাতনামা আবৃত্তিকার মাহিদুল ইসলামের আবৃত্তি সন্ধ্যা গত রোববার (২৩ আগস্ট) মেলবোর্নের চ্যান্ডলার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

মেলবোর্নের সাংস্কৃতিক সংগঠন ‘কথক’ এর আয়োজনে বাংলাদেশের শায়লা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কথকের আবৃত্তি পরিবেশনা ‘তদুপরি মানুষ’ পরিবেশিত হয়।

আবৃত্তি করেন শুভ্র, এ্যানি, বাবু, ফারাহ এবং রাজীব।

এরপর টানা দুই ঘণ্টা বাংলাদেশ ও পশ্চিম বাংলার কবিদের কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। যন্ত্র সহযোগিতায় ছিলেন সৌগত ঘোষ। অনুষ্ঠানের শেষে কথকের পক্ষে মাহিদুল ইসলামকে স্মারক দেন মেলবোর্ন প্রবাসী কবি ও কলামিস্ট আহমেদ শরীফ শুভ এবং শুভেচ্ছা উপহার দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক, নাট্যকার ও রম্য রচয়িতা শেখ আকরাম আলী।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ