ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

দূষণ করছে উন্নত দেশ, শিকার হচ্ছে বাংলাদেশ

প্রবাস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
দূষণ করছে উন্নত দেশ, শিকার হচ্ছে বাংলাদেশ

ঢাকা: অস্ট্রেলিয়ার মতো ধনী দেশগুলোর পরিবেশ দূষণের শিকার হচ্ছে বাংলাদেশ। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় উন্নত দেশ হিসেবে অষ্ট্রেলিয়ার উচিত বাংলাদেশের পাশে দাঁড়নো।

যাতে বাংলাদেশ  পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।

সোমবার (২৩ মার্চ) মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মেলবোর্ন স্কুল অব ডিজাইন-এর উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

এটকসই উন্নয়ন ও পরিবেশ বিপর্যয়’ শীর্ষক ওই গোল টেবিল বৈঠক পরিচালনা করেন আরবান প্লানিং এর জেষ্ঠ্য অধ্যাপক নিকোলাস লো।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী উন্নত দেশগুলো কীভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পরিবেশ বিপর্যয়ে নেতিবাচক ভূমিকা রাখছে তা তুলে ধরেন।

তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ে বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরমধ্যে কমপক্ষে দশ হাজার গরীব ক‍ৃষককে অস্ট্রেলিয়ায় আনা উচিৎ, কেননা জলাবায়ু পরিবর্তনে তারাই ভুক্তভোগী।

‘এসব কৃষক অস্ট্রেলিযার নগর ও উৎপাদন ব্যবস্থা সবুজ রাখতে অবদান রাখবে। আর তাদের অর্জিত আয়ে বাংলাদেশের অর্থনীতি সবুজায়ন হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এভাবে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া,’ যোগ করেন আ হ ম মুস্তফা কামাল।  

সৌর শক্তি ব্যবহারে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে উন্নত দেশ হিসেবে অস্ট্রেলিয়াও সহযোগিতা করতে পারে বাংলাদেশকে।

বৈঠকে অন্যদ্রে মধ্যে মেলবোর্ন সাসটেনবল সোসাইটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বিরিনডন গিলিসনসহ মোনাশ ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ