ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে বাংলাদেশ কমিউনিটির বিজয় উৎসব

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
সিডনিতে বাংলাদেশ কমিউনিটির বিজয় উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি (অস্ট্রেলিয়া): ১৪ ডিসেম্বর (রোববার) শহীদ বুদ্ধিজীবী দিবসে সিডনির এডমণ্ডসন পার্কে বিজয় দিবসকে সমানে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের অনুষ্ঠানমালা উদযাপন করা হয়েছে।

দুই পর্বের এই অনুষ্ঠানে শিশু ইশানের কোরআন তেলোয়াতের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়।

তারপর শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে শিশু-কিশোরদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়। তারপর শুরু হয় দেশাত্মবোধক গান, নাচ ও ছড়া পাঠের ছন্দময় আসর।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা ৪৪তম বিজয় দিবসকে শ্রদ্ধাভরে স্বাগত জানান।
 
অনুষ্ঠানে কিশলয় কচিকাঁচার সদস্যরা লাল-সবুজ পোশাকে সজ্জিত হয়ে দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি ও নাচ পরিবেশন করে। কিশোর সদস্যদের সঙ্গে যোগ দেয় অবনী রহমান, রিহা, সুমাইয়া ও ইশান।

দ্বিতীয় পর্বে সিডনির প্রতিষ্ঠিত শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে সবাইকে দেশীয় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পরিবেশ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ