ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

৭ নভেম্বর উপলক্ষে সিডনিতে আলোচনা সভা

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
৭ নভেম্বর উপলক্ষে সিডনিতে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি (অস্ট্রেলিয়া): ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (৯ নভেম্বর) সিডনির রকডেলস্থ রোজ সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



বিএনপি অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আহ্বায়ক এম এম সরওয়ার বাবুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম খলিল মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. লুৎফুল কবির, জিয়া পরিষদ অস্ট্রেলিয়া শাখার সভাপতি রুহুল আহমেদ সওদাগর, লেবার পাটির ল্যাকেমার সভাপতি মো. জামিল হোসাইন, প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মুকুল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সভাপতি হাফিজুল ইসলাম তারেক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস. এম. নিগার এলাহী, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সহসভাপতি এ. এন এম মাসুম, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সিনিয়র সহসভাপতি আবদুল মালেক মানিক, আবুল কালাম আজাদ, কামরুল হাসান আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ শিবলু, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, তারেক রহমান পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মো. আবদুর রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি সজীব আহমেদ এবং মো. মহসিন, কবির পিন্টু, শফিকুল ইসলাম, দীন মোহামেদসহ অঙ্গসংগঠনের নেতারা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, ৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে।

বিএনপি অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের মেধা ও বিচক্ষণতায় বাংলাদেশ অরাজকতা ও বিশৃংখলতা থেকে রক্ষা পেয়েছে। সেনাবাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাহের-ইনুদের ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ