ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী উইথলাম পরলোকে

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী উইথলাম পরলোকে এডওয়ার্ড গোঘ উইথলাম

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রভাবশালী নেতা এডওয়ার্ড গোঘ উইথলাম পরলোক গমন করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে উইথলামের বয়স হয়েছিল ৯৮ বছর।

১৯১৬ সালের ১১ জুলাই মেলবোর্নের কেও শহরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৭ সালে পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হিসাবে নির্বাচিত হওয়ার ২৩ বছর পর ১৯৭২ সালের ২ ডিসেম্বর তিনি লেবার পার্টির নেতা হিসেবে অস্ট্রেলিয়ার ২১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ১৯৭৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। একইসঙ্গে প্রয়াত উইথলামের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ