ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

অকল্যান্ডে ঈদুল আজহা উদযাপন

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
অকল্যান্ডে ঈদুল আজহা উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পবিত্র ঈদুল আজহা উদযাপিত  হয়েছে।

রোববার শহরের বিভিন্ন মসজিদ, পার্ক, মাসালা কিংবা কনভেনশন হলে ২২টির বেশি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।



বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও স্থানীয় হাজারো মুসল্লি মসজিদগুলোতে ঈদের নামাজে ‍অংশ নেন।

অকল্যান্ডে বরাবরের মতো এবারেও প্রবাসী বাংলাদেশিদের ঈদ উৎসবে ছিল বিভিন্ন ধরনের বাঙালি মুখরোচক খাবার ও মিষ্টি উপকরণ। ঈদে একে অন্যের বাড়িতে দাওয়াত খাওয়া, মাতৃভূমি বাংলাদেশে টেলিফোনে খোঁজ-খবর নেওয়া, পরিবারের ও স্বজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

ঈদের এই আনন্দে একে অপরের বাড়িতে দাওয়াত খাওয়ার রেওয়াজ একাধারে ৩ থেকে ৪ দিন চলতে থাকবে এখানে।

এছাড়াও অকল্যান্ডে প্রবাসী বিভিন্ন কমিউনিটির বাংলাদেশিরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ দিন বিভিন্ন পার্কে শেয়ার লাঞ্চেরও আয়োজন করেন।

ঈদের নামাজে ফিলিস্থিনসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য প্রার্থনা ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ