ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সিডনি করেসপন্ডেন্ট: সিডনির লাকেম্বায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ এনএসডব্লিউ ইনক এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি নির্বাচন করা হয়।

 

সংগঠনের প্রাক্তন সভাপতি মো. সাইফুর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায়  আগের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে নির্বাচন কমিশনার ফারুকউদ্দিন চৌধুরীর পরিচালনায় ২০১৪-১৬ সালের  জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করেন সংগঠনের সদস্যরা।
কমিটিতে সভাপতি হিসেবে ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসাবে মো. জাহেদুল হক চৌধুরী (লিটন) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে মো. নান্নু মিয়া, সহ-সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম-সম্পাদক হাজি নোমান আহমেদ, কোষাধ্যক্ষ কাজী সামসুল ইসলাম (রিপন), সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক গোলাম রব্বানি (চুন্নু), সাংস্কৃতিক সম্পাদক গোলাম জাকারিয়া (জিকু), প্রকাশনা সম্পাদক শামস উদ্দিন (লুলু) নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- মো. সাইফুল ইসলাম চৌধুরী, আনিসুর রহমান (লিটু), দোলন কাজী, কামরুল হাসান চৌধুরী, সৈয়দ আশরাফ হোসেন (অপু), মো. আব্দুস শুকুর, দিলু সাজ্জাদ আলী, ফায়জুর চৌধুরী, ওবাইদুল হক, মো. সুমন আহমেদ ও ফেরদৌস আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ