ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
সিডনিতে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঢাকা: বুধবার বিকাল ৪টায় সিডনিস্থ বেলমোর সিটিজেন ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি জনাব ডা. ওয়াহাব বকুল।



সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সহ সভাপতি হাবিব মো. জকি, জিয়া পরিষদের সভাপতি হুমায়ূন কবির খান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ও খন্দকার শহীদ পারভেজ।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাছন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন উজ্জ্বল, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম, যুবদলের সভাপতি সেলিম লিয়াকত, যুগ্ম সম্পাদক আহসানুল হক ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, ছাত্রদলের সহ সভাপতি সাইদুর রহমান সহ আরও অনেক নেতা ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ