ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘নিওর’ বিশতম সংখ্যার মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
‘নিওর’ বিশতম সংখ্যার মোড়ক উন্মোচন

বগুড়া: বগুড়ায় বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ এর বিশতম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বগুড়া বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে হলা হয়- মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে ‘নিওর’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, সংস্কৃতিচর্চায় বগুড়া অগ্রসর জেলা। এখানে সাহিত্যচর্চা যেমন হয়, তেমনি নাটক, গান, নৃত্য, চলচিত্রসহ সব অঙ্গনেই মানসম্মত শিল্পচর্চা হয়। সাহিত্যচর্চা তথা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের আগামীর পথ চলতে হবে। তিনি নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা বগুড়া লেখক চক্রের আয়োজনে সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ‘নিওর’ সম্পাদক কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সাবেক সভাপতি কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মবিন জিন্নাহ, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফরহাদ শাহী, ‘নিওর’ এর সংখ্যা সম্পাদক সাফওয়ান আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম, গণ-সংযোগ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, এস এম আনিছুর রহমান, কবি হাসনাত মোবারক, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, সজল শেখ এবং অরুপ রতন, নির্বাহী সদস্য আবু রায়হান, সদস্য এনায়েত হোসেন কয়েন ও পবিত্র প্রামাণিক।

উল্লেখ্য যে, ‘নিওর’ বিশতম সংখ্যার সম্পাদক কবি সাফওয়ান আমিন এবং প্রচ্ছদ করেছেন কবি শিবলী মোকতাদির। পঞ্চাশ টাকা মূল্যের দুই ফর্মার পত্রিকাটি পাওয়া যাবে পড়ুয়া লাইব্রেরিতে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
কেইউএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।