ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার পরিবাগে দ্বিতীয় দশকের কবিতাসংকলন ‘অদ্বিতীয়’-র পাঠ উন্মোচন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
শুক্রবার পরিবাগে দ্বিতীয় দশকের কবিতাসংকলন ‘অদ্বিতীয়’-র পাঠ উন্মোচন

দ্বিতীয় দশকের কবিতার সংকলন ‘অদ্বিতীয়’-র পাঠ উন্মোচন ও মূল্যায়ন ৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টায়, ঢাকার পরিবাগে সংস্কৃতি বিকাশকেন্দ্রে অনুষ্ঠিত হবে। বর্তমান শতকের দ্বিতীয় দশকের নির্বাচিত কবিতা-সংকলন ‘অদ্বিতীয়’ প্রকাশিত হয় গত জুনমাসে।

এ-দশকের ৭৮ জন কবির গুচ্ছকবিতা নিয়ে ৪১৬ পৃষ্ঠার সংকলনটি প্রকাশ করেছে ‘বৈতরণী’।

অনুষ্ঠানে থাকবে গ্রন্থভুক্ত কবিদের স্বকণ্ঠে কবিতাপাঠ ও অদ্বিতীয়-র পাঠ মূল্যায়ন। সঞ্চালনা করবেন কবি শিমুল সালাহ্‌উদ্দিন। আলোচনা করবেন গত শতকের আশি ও নব্বই এবং এ-শতকের প্রথম দশকের পাঁচ কবি— কাজল শাহনেওয়াজ, মাহবুব কবির, কামরুজ্জামান কামু, আফরোজা সোমা ও মাদল হাসান।

এ বিষয়ে ‘অদ্বিতীয়’ সম্পাদক তানিম কবির বলেন, সংকলনটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। বিশেষত কবি-বাছাইয়ে সাহিত্য-রাজনীতি ও বন্ধুপ্রীতির অভিযোগও উঠেছিল। তবে সুসম্পাদিত সংকলনটিই এসব সমালোচনা, এতসব অভিযোগের বিরুদ্ধে একটি জোরালো জবাব।

অনুষ্ঠানের আয়োজক ‘বৈতরণী’-র পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টায় কবিতাপ্রেমী সবাইকে খোলা আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।