ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাগেরহাটে ২০ গুণী সাহিত্যিককে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১, ২০২২
বাগেরহাটে ২০ গুণী সাহিত্যিককে সম্মাননা

বাগেরহাট: বাগেরহাট জেলার ২০ জন সাহিত্যিককে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন শিল্পকলা একাডেমিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই শিল্পীদের সম্মাননা দেওয়া হয়।

 

সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিক  ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাছরিন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সরকারি পিসি কলেজের সাবেক অধ্যাপক কমল ঘোষ, সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বাগেরহাট জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলামসহ সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের ২০ জন সাহিত্যিককে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাছরিন বলেন, নিজ জেলা বাগেরহাটে গুণী সাহিত্যিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আসতে পেরে আমি অভিভূত। এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এই সম্মাননার মাধ্যমে বাগেরহাটে আরও অনেকে সাহিত্য চর্চায় এগিয়ে আসবে। ভবিষ্যতে বাগেরহাটের সাহিত্যাঙ্গন সমৃদ্ধ হবে বলে আশা করি।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।