ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র তৃতীয় পর্ব সন্ধ্যায় 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
‘এই জীবনের যত মধুর ভুলগুলি’র তৃতীয় পর্ব সন্ধ্যায় 

ভাষার মাস, মহান ফেব্রুয়ারিকে উপলক্ষ্য করে বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স (Bistaar: Chittagong Arts Complex) বাংলাভাষাকে নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।  

এই অনুষ্ঠানটির লক্ষ্য, আমাদের দৈনন্দিন ভাষা ব্যবহারে সচরাচর যে-ভুলগুলি হয়ে থাকে, তারই সূত্র ধরে বাংলা বানান, ব্যাকরণ, শব্দরূপ, বাক্যবিন্যাস, যতিচিহ্ন, পরিভাষা তথা ব্যবহারিক বাংলা ভাষার একটি সর্বজনবোধ্য সহজপাঠ প্রণয়ন।

 

পাক্ষিক এই অনুষ্ঠানমালার তৃতীয় পর্বটি অনুষ্ঠিত হবে রোববার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।  

এটি যৌথভাবে উপস্থাপন করবেন কলকাতানিবাসী লেখক ও ভাষাপ্রযুক্তিবিদ রাজীব চক্রবর্তী এবং মেলবোর্ননিবাসী অনুবাদক ও ভাষাচিন্তক এহসানুল কবির। আর অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিস্তার-এর কর্ণধার, লেখক ও অনুবাদক আলম খোরশেদ।         
  
নিম্নোদ্ধৃত অন্তর্জাল সংযোগটির মাধ্যমে উৎসাহী যে কেউ এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। এর জন্য জুম নামক মিটিং অ্যাপটিকে নামিয়ে নিতে হবে আপনার ব্যবহার্য যন্ত্রে।

এই আসরে সরাসরি যোগ দেওয়ার জুম লিংক:
https://us02web.zoom.us/j/86069502686?pwd=RklOek01bHdNdFhBNms4dDVTRWI4UT09

Meeting ID: 860 6950 2686P
asscode: bistaar

আর বিস্তার-এর ফেসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি লাইভ দেখার লিংক:

https://www.facebook.com/chittagongartscomplex/

সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে লেখালেখির সঙ্গে যুক্ত এবং বাংলাভাষার সুষ্ঠু ও শুদ্ধ প্রয়োগে আগ্রহী সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।