ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

একুশে বইমেলা: মলাট উল্টে কাটছে সময়

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
একুশে বইমেলা: মলাট উল্টে কাটছে সময়

বইমেলা থেকে: লেখক-পাঠক-প্রকাশক আর শিশু-কিশোরসহ সব বয়সী দর্শনার্থীর সমাগমে জমজমাট হয়ে উঠেছে বাংলা একাডেমির বইমেলা। দেখে বোঝার উপায় নেই কেবলই মেলার দ্বিতীয় দিন। স্টলে স্টলে ঘুরে পছন্দের বই উল্টেপাল্টে দেখছেন পাঠক-দর্শনার্থীরা। ঘ্রাণ নিচ্ছেন নতুন বইয়ের মলাটের। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে গিয়ে দেখা যায় এরই মাঝে জমে উঠেছে বইমেলা। মেলার দ্বিতীয় দিন হিসেবে অনান্য বছরের তুলনায় এবারে বইপ্রেমীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবীবা আশরাফী বাংলানিউজকে বলেন, দ্বিতীয় দিন মেলায় এসেই মনে হচ্ছে এবারের মেলা আগের বছরগুলোর তুলনায় আরও ভালো হবে। এবারে মেলার পরিসর বড় হয়েছে, দোকানগুলো সুবিন্যস্ত, পরিবেশও সুন্দর। শুরু থেকেই অনেক স্টলে নতুন বই চলে এসেছে। নিজেকে সমৃদ্ধ করার জন্য এরকম মেলার চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে!

বইমেলায় স্টলে স্টলে ঘুরে বই দেখছেন দর্শনার্থীরা।  ছবি- ডি এইচ বাদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আব্দুল্ললাহ আল নোমান জানান, নতুন বইয়ের একটা আলাদা ঘ্রাণ থাকে। সেই ঘ্রাণেই মেলা মানুষকে টেনে আনেছে। মেলার প্রথম দিন আসার ইচ্ছে থাকলেও পারিনি। তবে আজ বন্ধুদের সঙ্গে আজ আসতে পেরে ভালো লাগছে। এতো বইয়ের মধ্যে নিজেকে আনন্দিত মনে হচ্ছে।

আরও অনেকের সঙ্গে কথা বলে বোঝা যায় এবারের মেলার পরিসর বৃদ্ধিসহ সার্বিক ব্যবস্থাপনায় তারা খুশি। গুণগত মানের দিক থেকে মেলা এবার আরও ভালো হবে আশাবাদ তাদের।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এইচএমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।