ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশ পেলো ‘ধানসিড়ি’র অষ্টম সংখ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
প্রকাশ পেলো ‘ধানসিড়ি’র অষ্টম সংখ্যা

ঢাকা: জীবনানন্দ পুরস্কার-২০১৯ উপলক্ষে প্রকাশিত হয়েছে ছোটকাগজ ‘ধানসিড়ি’র অষ্টম সংখ্যা। 

এ সংখ্যার মোড়ক উন্মোচন হবে আগামী শনিবার (২৬ অক্টোবর)। বরিশালের খেয়ালী গ্রুপ থিয়েটারের হলরুমে ওই আয়োজনে দেওয়া হবে জীবনানন্দ পুরস্কার-২০১৯।

বরাবরের মতো এবারের সংখ্যাও সাজানো হয়েছে দেশি-বিদেশি চারজন সাহিত্যিকের সাহিত্যকর্মের ওপর বীক্ষণাত্মক প্রবন্ধমালা দিয়ে। চারজনের মধ্যে এবার বরিশালের ক্লাসিক সাহিত্যিক হিসেবে নির্বাচিতজন হলেন কবি আহসান হাবীব। তার জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে ২০১৭ সালে। দু’জন হলেন এবারের জীবনানন্দ পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার ও কবি জুয়েল মাজহার। আর আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাচিত চতুর্থজন হলেন কথাসাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।  

এই চার মহীরুহ সাহিত্যিকের সৃষ্টকর্মের সমালোচকীয় বীক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক লেখকদের মোট ৪৯টি প্রবন্ধ দ্বারা সজ্জিত হয়েছে এ সংখ্যাটি।  

প্রবন্ধসমূহের সূচিপত্রের ওপর একবার চোখ বোলানো যেতে পারে।

আহসান হাবীব

১. আহসান হাবীব: একটি সংক্ষিপ্তপাঠ ও পরিচিতি ১১
২. রাত্রিশেষ: আসমা চৌধুরী ২১
৩. আহসানহাবীব: ব্রাউনিং- এর স্বরের বাঙালি অভিযোজন- ফাহিমা ইয়াসমিন কেয়া ২৪
৪. আহসান হাবীবের ছায়াহরিণ : একটি মূল্যায়ন- মো. বশিরুজ্জামান খোকন ৩২
৫. বিদীর্ণ দর্পণে মুখ: জীবন-সায়াহ্নের সামাজিক দায়- বিদ্যুৎ সরকার ৩৯
৬. আহসান হাবীবের আশায় বসতি : নিরন্তর দ্বন্দ্ব - বিপ্লব রায় ৪৬
৭. সত্তা ও শূন্যতার দোলাচল : আহসান হাবীবের কথাশিল্প- মহীবুল আজিজ ৫৭
৮. বহির্মুখী অবলোকন: রাত্রিঘোরে রাত্রিশেষের গান- মুজিব মেহদী ৬৫
৯. মেঘ বলে চৈত্রে যাবো : গন্তব্য অনুসন্ধান- মৌমিতা রায় ৯১
১০. আহসান হাবীবের ছড়ায় লোকজীবনের রূপায়ণ- আব্দুর রহমান ৯৬
১১. দু’হাতে দুই আদিম পাথর কাব্যে গ্রাম-জীবনবোধ- সঞ্জয় সরকার ১০৫
১২. সারা দুপুর: বিষয় ও শিল্পরূপ- মোহাম্মাদ সাকিবুল হাসান ১১৩
১৩. সহজ প্রেমের কবি ও কবিতা- সারফুদ্দিন আহমেদ ১২২

গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

১৪. মার্কেজ: একটি সংক্ষিপ্তপাঠ ও পরিচিতি ১২৬
১৫. গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ও আমেরিকা আবিষ্কার- কার্লোস ফুয়েন্তেস ১৪০
১৬. কর্নেলকে কেউ চিঠি লেখে না উপন্যাসের অপূর্ণ প্রত্যাশা-
- ক্লিমেনসিয়া ফোরেরো-উক্রোস ৫৭
১৭. ইন ইভিল আওয়ার: কথকতা ও কথকের দৃষ্টিভঙ্গি- জিৎ সিং ১৬৫
১৮. ক্ষমতার সঙ্গ, প্রেম নিঃসঙ্গ- তরুণকুমার ঘটক ১৭৮
১৯. প্রেম-দানোর গল্প- দেবেশ রায় ১৮৪
২০. বলিভারের সন্ধানে গাবো- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৮৯
২১. লাভ ইন দ্য টাইম অব কলেরা উপন্যাসে আধুনিকতা ও প্রান্তিকতা
- মাবেল মোরানিয়া ১৯১
২২. কর্নেলকে কেউ চিঠি কেন লেখেনা- মাসুদ পারভেজ ২০৭
২৩. পেয়ারার সুবাস- রফিক-উম-মুনীর চৌধুরী ২১১
২৪. ক্রনিকলঅব এ ডেথ ফোরটোল্ড : সময়ের বুলেট- লেইরে ভিয়াতে গার্সিয়া ২১৪
২৫. ভালবাসার জাগরণ- শ্যামাপ্রসাদ গাঙ্গুলি ২১৭

আবদুল মান্নান সরকার

২৬. আবদুল মান্নান সরকার : একটি সংক্ষিপ্ত পাঠ ও পরিচিতি ২২১
২৭. কেন লিখি- আবদুল মান্নান সরকার ২৪০
২৮. পাথার: প্রকৃতি-প্রতিবেশ আর জীবনের অধোগতি- অনিরুদ্ধ কাহালি ২৪৭
২৯. নয়াবসত : জীবন ও রাজনৈতিক বাস্তবতা- আসিফ আহম্মেদ ২৬৪
৩০. পাথার : পল্লী-জনপদের দর্পণে জাতীয়-জীবনের প্রতিবিম্ব- কল্পনা হেনা রুমি ২৬৯
৩১. তোমার পায়ের ধুলো হবো : বর্ণনা ও ছন্দ শৈলীর বিমিশ্র কাব্য ব্যঞ্জন-
- কাব্য কাপালিক ২৮৮
৩২. পিতিপুরুষ :নিম্নবর্গীয় জনগোষ্ঠীর আখ্যান- ফাল্গুনী তানিয়া ২৯৫
৩৩. যাত্রাকাল : সময়ের পদচিহ্ন- মাখন চন্দ্র রায় ৩০৩
৩৪. কৃষ্ণপক্ষ : একটি পর্যালোচনা- মাজেদা মুজিব ৩০৯
৩৫. এলোকেশীর সাতকাহন : রোমান্টিক প্রেমের কাহিনীকাব্য- মাহমুদ মিটুল
৩১৩
৩৬. আরশিনগর: পড়শির খোঁজে- রশিদ জামান ৩১৮
৩৭. দুই দিগন্তের যাত্রী : প্রান্তিক মানুষের মৃত্তিকা ও দিগন্তের বহুবর্ণিল কথকতা-
- লোকমান কবীর ৩২৪
৩৮. নিরাকের কাল: লেখকের মানসচৈতন্য- শুকদেব চন্দ্র মজুমদার ৩৩০
৩৯. আবদুল মান্নান সরকারের গল্প : বহুমাত্রিক ব্যঞ্জনা- সুশান্ত মজুমদার ৩৩৮
৪০.. জনক : মহাবাস্তবতার নির্মাণ- হামীম কামরুল হক ৩৪১

জুয়েল মাজহার

৪১. জুয়েল মাজহার: একটি সংক্ষিপ্ত পাঠ ও পরিচিতি ৩৪৭
৪২. দর্জিঘরে একরাত: বোধের তীক্ষ্ণ সূঁইয়ে সেলাই করা রেশমি চাদর- আপন মাহমুদ ৩৬৩
৪৩. জুয়েল মাজহার: নিভৃত স্বনন, নিঃশব্দ ব্যঞ্জন- খালেদ হামিদী ৩৬৭
৪৪. জুয়েলকে নিয়ে কিছু কথা- জহর সেনমজুমদার ৩৭৩
৪৫. মন্দ্রিত ইন্দ্রিয়-আচ্ছন্নতা- তুষার কবির ৩৭৬
৪৬. সখা হে!- তুষ্টি ভট্টাচার্য ৩৭৯
৪৭. কামান নাচের ইতিকথা- প্রান্ত পলাশ ৩৮০
৪৮. জুয়েল মাজহার: বাংলা কবিতায় এক বিষণ্ন কাপালিক- সৌমনা দাশগুপ্ত
৩৮৪
৪৯. দূরের হাওয়া: বিশ্বকবিতার ক্যালেইডোস্কোপ- হিজল জোবায়ের ৪০১

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।