ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘শেখ হাসিনা দেশের স্বপ্নসারথি’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
‘শেখ হাসিনা দেশের স্বপ্নসারথি’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন প্রদর্শনীর বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক মাসব্যাপী চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জয়ীতা প্রকাশনীর সহযোগীতায় শিল্পকলা একাডেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে।

ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্পিকার প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিত্রশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।