ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজবাড়ীতে রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী মঞ্চস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
রাজবাড়ীতে রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী মঞ্চস্থ

‘শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দ্বার’ স্লোগান উপজীব্য করে রাজবাড়ীর দিব্য নৃত্য ও নাট্যকলা একাডেমী’র উদ্যোগে মঞ্চস্থ হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে খ্যাতনামা নৃত্য পরিচালক আব্দুস সাত্তার কালুর পরিচালনায় এ গীতিনাট্যের মঞ্চায়ন হয়। প্রায় শতাধিক শিল্পী এতে অংশ নেন।

 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুক্লা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার মুশফিকুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি অসীম কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও দর্শনার্থীরা গীতিনাট্যটির মঞ্চায়ন উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯ 
কেএকে/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।