ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

ঢাকা: দেশের খ্যাতনামা শিল্পীদের চিত্রকর্ম নিয়ে ১৬ দিনের প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কায়া।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘণ্টা বাজিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুতর্জা বশীর।

এসময় গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, এই প্রদর্শনীতে ১৭ জন শিল্পীর ৪৯টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

যে শিল্পীদের চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে, তারা হলেন- আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রয় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, চন্দ্র শেখর দে, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কাজী রকিব রঞ্জিত দাস, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টচার্য ও মোহাম্মদ ইকবাল।

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে অবস্থিত গ্যালারি কায়ার এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইইউডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।