ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নতুন আঙ্গিকে মঞ্চে লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
নতুন আঙ্গিকে মঞ্চে লোক নাট্যদলের ‘সোনাই মাধব’ নাটকের একটি মুহূর্ত। ছবি: বাংলানিউজ

ঢাকা:  লোক নাট্যদলের দর্শক নন্দিত প্রযোজনা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’ এর ১২৪তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রায় ১০ বছর বিরতরি পর লোক নাট্যদল নতুন আঙ্গিকে আবারও মঞ্চে এনেছে এই নাটকটি।

১৯৯৩ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। তখন এ নাটকের নারী চরিত্রগুলোতে ছেলেরা অভিনয় করতো। কিন্তু নতুন আঙ্গিকে এবার ‘সোনাই মাধব’ নাটকটিতে নারী চরিত্রগুলোতে অভনিয় করছেনে নারীরাই।

নাটকে ব্যবহৃত গানের সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী ও লিয়াকত আলী লাকী। পরিকল্পনা, সঙ্গীত পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকী।

বাংলাদশে সময়: ০০৩১ ঘণ্টা, সপ্টেম্বের ১৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।