ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সাহিত্যের শেকড়ে কবিতার বাস’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সাহিত্যের শেকড়ে কবিতার বাস’ সাহিত্যের শেকড়ে কবিতার বাস অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী ও দর্শকদের একাংশ

ঢাকা: বিশ্বসাহিত্যে কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘সাহিত্যের শেকড়ে কবিতার বাস’ শীর্ষক আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা বা সাহিত্য হচ্ছে প্রাত্যহিক আটপৌরে জীবনের ঊর্ধ্বে এমন একটি বিষয় যা আমাদের মনের প্রয়োজন মেটায়। নিত্যকার জীবনপ্রবাহের মধ্যেই মানুষ তার মনের খোরাক মেটানোর জন্য আরও কিছু চায়, সেই চাওয়া থেকে সাহিত্য-শিল্পের সৃষ্টি।



কুষ্টিয়া শিল্প কুটির ধ্রুব ধ্বনি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি সচিব ও লোক গবেষক ড. মোহাম্মদ এনামুল হক। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর লালন গবেষক ড. আনোয়ারুল করীমের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন কবি গবেষক বিলু কবীর।  

আলোচনায় অংশ নেন, ড. সারওয়ার মুর্শেদ রতন, কবি সৈয়দ আবদুস সাদিক, কবি ছড়াকার নাসের মাহমুদ, কবি আখতারুজ্জামান চিরু, কবি-ভ্রমণলেখক মাহমুদ হাফিজ, ড. রকিবুল হাসান, বাচিক শিল্পী আহমেদ শিপলু, কবি আদিত্য শাহীন, সাংবাদিক অখিল পোদ্দার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কবি, নাট্যকার লিটন আব্বাস।

দ্বিতীয় পর্বে বিভিন্ন আবৃত্তি সংগঠনের আয়োজনে কবিদের বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কবি ইসমত শিল্পী, রাশেদুর রহমান রানা, আবদুর রহমান, পলি পারভিন, আরজু মণি, মাহাদী হাসান, মিসবাহিল মোকার রাবিন, কার্তিক সাহা, আরিফ আনোয়ার, সাকিব আবদুল্লাহ, অনন্যা অনু, সুস্মিতা সরকার চৈতি, নুসরাত জাহান ইরা প্রমুখ।  

অনুষ্ঠানে স্বরকল্পন আবৃত্তি চক্র, ত্রিলোক বাচিক পাঠশালা, প্রজন্ম কণ্ঠ, কণ্ঠস্বর বাচিক উৎকর্ষ ও আবৃত্তিচর্চা কেন্দ্র, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, খোকসা আবৃত্তি পরিষদ, কুমারখালী ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতি পরিষদ, রূপকথা আবৃত্তি অঙ্গন অংশ নেয়।  

সঞ্চালনা করেন লিটন আব্বাস, রাশেদুর রহমান রানা ও মনিরুল ইসলাম মণি।

এ পর্বে কবি শেখ রবীউল হক, নাট্য অভিনেতা খায়রুল আলম সবুজ, কবি আহসান নবাব, কবি সোহেল আমিন বাবু, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রকাশক এম আবদুর রউফ, সঙ্গীতশিল্পী রেফুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।