ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শাবিপ্রবিতে কবি আব্দুল গফ্ফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
শাবিপ্রবিতে কবি আব্দুল গফ্ফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা কবি আব্দুল গফ্ফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘কবি আব্দুল গফ্ফার দত্তচৌধুরী  স্মারক-বক্তৃতা ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

‘বাংলা ভাষায় উচ্চশিক্ষা ও গবেষণা’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবিপুত্র আলী মোস্তাফা চৌধুরী, অধ্যাপক ড. আবদুল গণি।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ভাষায় গবেষণায় অনেকেই লজ্জাবোধ করেন। অথচ বিশ্বের উন্নত সব দেশই নিজ নিজ মাতৃভাষার ওপর জোর দেয়। তারা উচ্চ শিক্ষায় ও গবেষণা খাতে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।