ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলার সংস্কৃতি বিষয়ে ড. গোলাম মুরশিদের বক্তৃতা রোববার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
বাংলার সংস্কৃতি বিষয়ে ড. গোলাম মুরশিদের বক্তৃতা রোববার

ঢাকা: ‘বাংলার সাংস্কৃতিক বৈশিষ্ট্য’ নিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট লেখক-গবেষক ডক্টর গোলাম মুরশিদ।

রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে রোববার (২৬ নভেম্বর) এ বক্তৃতার আয়োজন করা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

 

গোলাম মুরশিদ একজন লন্ডন প্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক, সংবাদ-উপস্থাপক এবং আভিধানিক। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক ও ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সংবাদ পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করতেন।  

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের একজন গবেষণা-সহযোগী ছিলেন। ভয়েজ অব আমেরিকায়ও তিনি প্রায়শই কণ্ঠ দিতেন।

সৃজনশীল ও গবেষণামূলক কাজের জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে প্রবন্ধ-গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২) অন্যতম।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।