ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনী সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান/ ছবি: কাশেম হারুন

ঢাকা: দেশবরেণ্য শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের চিত্রকর্ম নিয়ে ‘মেমোরিস বিয়োন্ড টাইম’ শীর্ষক ২০ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অবিন্তা গ্যালারিতে খ্যাতিমান এই শিল্পীর চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এটা একটি ভালো উদ্যোগ আমাদের দেশের জন্য।

এর মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকেরা চিত্রশিল্পের সঙ্গে পরিচিত হতে পারবে। এটা এক সময় ধনী লোকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে এখন তা দেশের সকল শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে গেছে। যথাসময়ে চিত্র শিল্পাঙ্গনের সঙ্গে আমাদের প্রজন্ম পরিচিত হতে পারছে তা জেনে আমি আনন্দিত।
সৈয়দ জাহাঙ্গীরের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান/ ছবি: কাশেম হারুনশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের ৪২তম একক চিত্রশিল্প প্রদর্শনী এটি। যেখানে ৬০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ৩০টি অ্যাক্রেলিক অন ক্যানভাস, ৭টি অ্যাক্রেলিক অন পেপার, ২৩টি স্পেচুলা চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।  

‘বালু ও নৌকা’, ‘নবান্ন’, ‘মাটি কাটা’, ‘সুখ নীড়’, ‘ভূমিদস্যুদের বর্বরতা’, ‘পথচলা’, ‘শাপলা’, ‘ফেরি ঘাট’, ‘স্বাধীনতা উদযাপন’, ‘অপেক্ষা’, ‘পরিবেশ’, ‘নারী শ্রমিক’, ‘ঘরে ফেরা’, ‘নদী দখল’, ‘চাঁদনী রাতে জোয়ার’, ‘আত্মরক্ষার্থে রোহিঙ্গা’ প্রদর্শনীতে স্থান পাওয়া উল্লেখযোগ্য চিত্রকর্ম।

প্রদর্শনী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে (সোমবার ব্যতীত)।

অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত অবিন্তা কবীরের মা রুবা আহমেদ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।