ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুর্ঘটনাপ্রবণ কবিতার উৎস | শামশাম তাজিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
দুর্ঘটনাপ্রবণ কবিতার উৎস | শামশাম তাজিল দুর্ঘটনাপ্রবণ কবিতার উৎস | শামশাম তাজিল

হাত তো গুনবে গুণিন। – আসলে গোনার নামে ছুঁয়ে দেখে স্বপ্ন।

আমি হাত গুনি না, গুনি পায়ের পাতা। 
মেধাবী পায়ের মসৃণতায় ছবি আঁকে সলাজ কবিতা।

ফিতে ছিঁড়ে গেলে তোমার হাতে শেষ নিঃশ্বাস ফেলে অলৌকিক জুতো।
ইচ্ছে হলো খুলে ফেলি আমার জুতো-মুজো
নিজেকেই গলিয়ে দেই তোমার পায়ে।

ভগবান অনেক পেয়েছেন, এবার জুতোর পুজো হোক।
- এই কথা কাউকে বলিনি, তবু জেনেছ শিক্ষিত চোখে।

মাঝে মাঝে জুতোজোড়া ছিঁড়ে যাওয়া ভালো।

জুতোর সনির্বন্ধ আলিঙ্গনে পায়ের পাতার চুমো পৌঁছায় না চোখে।  
তোমার পা দেখার অবসর তো পেলাম।
ভালো তো কবেই বেসেছি, আজ থেকে পায়ের গোলাম।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।