ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘আবুল হাসান সাহিত্য পুরস্কার’ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
‘আবুল হাসান সাহিত্য পুরস্কার’ কমিটি ঘোষণা ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার’

বাংলা সাহিত্যে তরুণদের প্রণোদনা ও তাদের অবদানের স্বীকৃতি দিতে এ বছর থেকে ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার’ চালু করেছে অনলাইন পোর্টাল ‘পরস্পর’ ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘অগ্রদূত’। পুরস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে নাসির উদ্দীন ইউসুফকে, আর সদস্যসচিব করা হয়েছে সোহেল হাসান গালিবকে।

শনিবার (২১ অক্টোবর) গঠিত এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রফিক, জুয়েল মাজহার, কুমার চক্রবর্তী, রাজু আলাউদ্দিন, মজিদ মাহমুদ, জেনিস মাহমুন, চঞ্চল আশরাফ ও শামীম রেজা।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুজ্জামান, তারিক টুকু, মাজুল হাসান, তানভীর মাহমুদ, সজল সমুদ্র ও মনি মহম্মদ রুহুল আমিন।

এছাড়া পরামর্শ পরিষদে রয়েছেন হোসেন দেলওয়ার, অনিকেত শামীম, ষড়ৈশ্বর্য মুহম্মদ, জাকির জাফরান, সঞ্জীব পুরোহিত ও অনন্ত সুজন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।