ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মঞ্চকর্মীদের চিকিৎসা সহায়ত‍া তহবিল গঠনে বিশেষ প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
মঞ্চকর্মীদের চিকিৎসা সহায়ত‍া তহবিল গঠনে বিশেষ প্রদর্শনী নাটক মাত্‌ব্রিং এর একটি দৃশ্য

ঢাকা: মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তায় একটি তহবিল গঠন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করেছে সংগঠনটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জুলাই ও আগস্ট মাসে চারটি মঞ্চ নাটকের বিশেষ প্রদর্শনী হবে। প্রথমটি প্রদর্শিত হবে শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মূল হলে।

সাধনা আহমেদ-এর রচনা ও ইউসুফ হাসান অর্ক-এর নির্দেশনায় বিবর্তন যশোর-এর নাটক ‘মাত্‌ব্রিং’।
 
সংগঠনের নেতারা বলেন, প্রত্যেক মঞ্চ নাট্যশিল্পীর দুঃসময়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে চাই। আর এই মানবিক আর্তি থেকেই মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগে সম্মানিত দর্শক, সাংবাদিক, পৃষ্ঠপোষক ও নাট্যদলের প্রতিটি সদস্যের সহযোগিতা অনিবার্যভাবে পাওয়ার আশা করছি।

সবার সম্মিলিত সহযোগিতায় সফলভাবে এ তহবিল গঠিত হবে এবং মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়াতে পারবেন বলে বিশ্বাস বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নেতাদের।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।