ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় ৩ দিনব্যাপী বসন্ত উৎসব চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
শিল্পকলায় ৩ দিনব্যাপী বসন্ত উৎসব চলছে

ঢাকা: বসন্ত বরণকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে শুরু হয়েছে বসন্ত উৎসব।

তিনদিনব্যাপী এই উৎসব চলবে বুধবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত।

বুধবার  উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে থাকছে দেশের স্বনামধন্য প্রায় ২০টি নৃত্য সংগঠনের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, যার শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।