ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
বরিশালে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে তিন দিনব্যাপী কবি জীবনানন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.পবিত্র সরকার।



জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়। পরে ৠালিটি কবি জীবনানন্দ স্মৃতি পাঠাগারে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কবি জীবনানন্দ স্মৃতি পাঠাগারে দেশ বিদেশের শতাধিক কবিরা সাহিত্য আড্ডায় যোগ দেন।

প্রতিদিন সন্ধ্যায় গুণীজন সম্মাননা, কবিতাপাঠ, আলোচনা সভা ও বইমেলা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।