ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একজোড়া কবিতা | মোমির মিলন খান

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
একজোড়া কবিতা | মোমির মিলন খান

ঘাত প্রতিঘাত

দ্বন্দ্বটা এখন আর পূর্ব পশ্চিমের নয়
কোনো তন্ত্র, বাদ কিংবা বিসংবাদেরও নয়
এসে গেছে ঘাত প্রতিঘাতের এক ক্ষুধার্ত সময়
খাদক না হতে পারলে নিজেকেই খাদ্য হতে হয়।


সমান্তরাল

আনমনে পথ হেঁটেছি দুজন
সহস্র কদম যোজন যোজন
তবু ঘুচল না মোটেও দূরত্বের আড়াল;
শূন্যতাই হলো শেষ সম্বল
পথ পরিক্রমণ পুরো নিষ্ফল
মুখোমুখি না হেঁটে হেঁটেছি সমান্তরাল



বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।