ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজ শায়েরী | রাজু আলীম

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
রাজ শায়েরী | রাজু আলীম

মনের এমনি দশা, শুধু কান্না পায় আজ চোখে
ঈশ্বরকে ডাকি, কিন্তু তুমি আছো বুক ভরা শোকে।
 
তোমার চোখের মধ্যে প্রতিশোধ, লজ্জা পাই আমি
তোমাকে না পেলে মৃত্যু চাই আমি আন্তর্যামী।



পানীয় জলের স্বাদে স্বপ্নে ভাবি তোমাকে আবার
সবকিছু চলে যাক, কাছ থেকে নেই সময় ভাবার।

আত্মবিশ্বাসের মাত্রা তৈরি করি পাহাড় সমান।
প্রকৃতির প্রভু ডেকে বলবেন, রেখেছি সম্মান।

প্রেমিক পুরুষ হয়ে ভাগ্য করি নতুন নির্মাণ
স্বপ্নের দুয়ারে এসে তুমি ভেঙ্গে হবে খানখান।
 
প্রেমের আগুন সব সময়েই জ্বলে না দ্বিগুণ
কখনো জ্বলবে কষ্টে নিভু নিভু, হতে হবে খুন।

আমার আয়না শুধু ভরে আছে প্রেমিকার রূপে
ভালোবাসা যদি না পাই হে যাব অন্ধ কূপে।

২.

আঘাত যতই দাও, ভালোবাসা একবার দিও
চোখের উপরে চাঁদ ঘুমিয়েছে তুমি দেখে নিও।

প্রেমের প্রেয়সী শোন, কাছে এসো, হয়ে যাও মিত্র
যৌবন থাকবে ভালো চুমু খাও হও যে পবিত্র।

প্রেমের ওপর জোর একেবারে চলে না জানো তো?
আধিপত্য নেই প্রেমে, যদি করো হবে না মানো তো?

যদি ভালোবাসা চাও তৈরি হও প্রেমিকার মতো
তুফান ঝড়ের মধ্যে হেঁটে যাও পেও না যে ক্ষত।

হৃদয়ে আনন্দ আছে যদি তুমি খুঁজে নিতে পারো
আসুবিধা নেই একটুও, তুমি তার কাছে হারো।

করেছো আমার সর্বনাশ তুমি সব লোকে বলে
কেউ তো জানে না তবে তুমি হলে দুই চাকা চলে।

লাবণ্য সুন্দরী হয়ে গেঁথে আছো আমি যে অমিত
আমি তো চাইব আমি হারি, তোমারই হোক জিৎ।

৩.

উদিত সূর্যের দিকে চোখ নেই ডুবে যাই আমি
চাঁদের আগুনে পুড়ে হয়ে যাই প্রেমের ঘরামী।

রাতের আলোতে দেখি মায়াময় অদৃশ্যের রূপ
গভীর জলের মধ্যে জোৎস্না চোখে জল টুপটুপ।

মেঘের বাড়িতে বৃষ্টি আসে যায় আমি চেয়ে থাকি
কষ্টের যাতনা রান্না হয় মনে বুকে ধরে রাখি।

বিপদের দিনে দুঃখ এসেছিল গোপনে সেদিন
বন্ধুরাও হাসিমুখে কাঁদিয়েছে হয়েছে ব্বে -দীন।

মধ্যরাতে বৃষ্টি এলো মনে হলো কাঁদছে কে যেন
আকাশের দুঃখ আছে কষ্ট পায় কাঁদবে বা কেন?

যাবার সময় প্রেম বলেছিল ফিরে আসবে না
অনেক ভেসেছে জ্বলে, সস্তা হয়ে আর ভাসবে না।

চারদিকে কালো মেঘ দূর হোক কবির প্রার্থনা
ছোবল দিও না কালসাপ হয়ে বাড়িও না ফণা।



বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।