ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

কাজল শাহনেওয়াজের একক কবিতাসন্ধ্যা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
কাজল শাহনেওয়াজের একক কবিতাসন্ধ্যা কাজল শাহনেওয়াজ

আগামী ১০ জানুয়ারি শনিবার গালুমগিরি সংঘের আয়োজেনে অনুষ্ঠিত হবে কাজল শাহনেওয়াজের একক কবিতাসন্ধ্যা। শাহবাগে—সুফিয়া কামাল গণগ্রন্থাগারের ১ নং সেমিনার কক্ষে বিকেল সাড়ে ৪টায় এ অনুষ্ঠান শুরু হবে।



কবিতাপাঠের পর তাঁর কবিতা নিয়ে আলোচনা করবেন সুমন রহমান ও ইমরুল হাসান। এছাড়াও ‘পাঠকের মুখোমুখি কবি’ শীর্ষক একটি পর্বে উপস্থিত পাঠক শ্রোতাদের বিভিন্ন প্রশ্ন ও কৌতূহলের জবাব দেবেন কবি কাজল শাহনেওয়াজ।

কবিতা অনুরাগী পাঠক শ্রোতাদের—অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ জানিয়েছেন গালুমগিরি সংঘের সমন্বয়ক শিমুল সালাহ্‌উদ্দিন।

উল্লেখ্য, এর আগে গালুমগিরি সংঘ মাসুদ খান, জুয়েল মাজহার, চঞ্চল আশরাফ এবং আলফ্রেড খোকনের একক কবিতাসন্ধ্যার আয়োজন করে।



বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।