ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুরের প্রয়াত ১৮ সাহিত্যিকের স্মরণসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ফরিদপুরের প্রয়াত ১৮ সাহিত্যিকের স্মরণসভা অনুষ্ঠিত

'আবার আসিব ফিরে' বলে কি অবলীলায় আর সব মানুষের মত কবিরাও চলে যায়, ফিরে আসে না! তবুও বর্তমানের কবিদের দায় থেকে যায় নিজেদের পূর্বসূরীদের স্মরণের।  

গত ২৫ অক্টোবর শুক্রবার শেষ বিকেলে এমনই এক স্মরণসভা ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের প্রয়াত বিশিষ্ট ১৮ জন কবি সাহিত্যিকের স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আবু জাফর দিলু।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি জুননু রাইন এবং প্রধান আলোচক ছিলেন ফরিদপুর পৌরসভা প্রশাসক উপসচিব কবি চৌধুরী রওশন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক সিরাজুল হক, বিএনপির জেলা আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর জেলা মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গী, অধ্যাপক এম. এ. সামাদ, মাসুদা বেগম বুলু ও মোহাম্মদ মোস্তাক হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে কবি জুননু রাইন বলেন, আপনারা আজকে যাদের প্রয়াত হিসেবে স্মরণ করছেন তারা যে প্রয়াত না তার প্রমাণ আজকের এই আয়োজন। লেখকরা শারীরিকভাবে চলে গেলেও তার কর্মের মাধ্যমে থেকে যায় আমাদের মাঝে। তাদের চিন্তায় আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হই।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।