ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

চেক ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
চেক ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং’ নামের বিখ্যাত উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল প্যারিসে তিনি মারা যান।

 

চেকোস্লোভাকিয়ার ব্রানোতে জন্ম নেওয়া এই লেখকের বয়স হয়েছিল ৯৪ বছর।  

চেক প্রজাতন্ত্রে কুন্ডেরার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে গড়ে তোলা মোরাভিয়ান লাইব্রেরির (এমজেডকে) মুখপাত্র আনা ম্রাজোভা জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলান কুন্ডেরা গতকাল প্যারিসে মারা গেছেন।

সোভিয়েত আগ্রাসনের সমালোচনা করায় তাকে একঘরে করা হয়, এরপর ১৯৭৫ সালে তিনি দেশ ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান।

তিনি দৈনন্দিন বাস্তবতার সঙ্গে নানা তত্ত্ব ও দর্শন মিলিয়ে তৈরি করেছিলেন শক্তিশালী স্বতন্ত্র ধারা।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।