ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কৃষি

ডোমারে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
ডোমারে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন!

নীলফামারী: লটারির মাধ্যমে নীলফামারীর ডোমারে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দ্বিতীয় কিস্তিতে ধান ক্রয়ের কৃষক নির্বাচন করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ কৃষক নির্বাচন লটারির আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ।
 
ইউএনও উম্মে ফাতিমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন কার্ণিজ, প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন প্রমুখ।

 

কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল বাংলানিউজকে জানান, বোরো ধান ক্রয়ে ডোমার উপজেলায় লটারির মাধ্যমে এক হাজার ১৪৫ জন কৃষক নির্ধারণ করা হয়েছে। প্রতিজন কৃষক ৬০০ কেজি করে ধান বিক্রি করতে পারবেন জেলা খাদ্য অধিদফতরে কাছে।  

দ্বিতীয় কিস্তিতে জেলা খাদ্য অধিদফতর কৃষকদের কাছ থেকে মোট ৬৮৭ মেট্রিক টন ধান ক্রয় করবে।  

প্রথম কিস্তিতে এক হাজার ২৯৫ জন কৃষকের কাছ থেকে ৪১৩ মেট্রিক টন ধান ক্রয় করে জেলা খাদ্য অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।