ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

কৃষি

নাটোরে ৭ দিনের বৃক্ষমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
নাটোরে ৭ দিনের বৃক্ষমেলা

নাটোর: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে সাতদিনের জেলা বৃক্ষমেলা শুরু হয়েছে।  

রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহরের বনবেল ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন নাটোরের (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মেহেদী জামান, রেঞ্জ অফিসার  মিজানূর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্দে রফিক বাবন, দিঘাপতিয়া এমকে কলেজের প্রভাষক মাহবুবুর রহমান সহ বিভিন্ন স্কুল ও  রোভার দলের শিক্ষার্থী এবং স্থানীয় নার্সারি মালিকরা।

এর আগে জেলা শহরের স্টেশনবাজার চকবৈদ্যনাথ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনবেল ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন শেষে স্টোল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক ছাড়াও অতিথি, শিক্ষার্থী ও নার্সারি মালিকরা বক্তব্য রাখেন।

নাটোরের সহকারী বন সংরক্ষক মেহেদী জামান বাংলানিউজকে জানান, ১৯৯৪ সালে প্রথম জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও গাছের চারাসহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সহজলভ্য করে তোলার জন্য বন বিভাগের আয়োজনে রাজধানীতে প্রথম বৃক্ষমেলা শুরু হয়েছিল। প্রথম মেলাতেই ব্যাপক জনসমাগম হওয়ায় পরের বছর থেকে পর্যায়ক্রমে সারা দেশে বৃক্ষমেলার আয়োজন শুরু হয়।

পাশাপাশি জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষা মৌসুমে দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে এমনকি অনেক উপজেলা পর্যায়েও সরকারি ব্যবস্থাপনায় বৃক্ষমেলা আয়োজিত হয়।  

কিন্তু এবার রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য নাটোরে ১৩ অক্টোবর বৃক্ষরোপণ কর্মসূচিসহ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি সাতদিনের অনুষ্ঠিত হবে। এতে ২০টি স্টোলে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা কেনা-বেচা চলবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর, ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।