ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

পারিবারিক পুষ্টি বাগানে মিটছে খাদ্যের চাহিদা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
পারিবারিক পুষ্টি বাগানে মিটছে খাদ্যের চাহিদা 

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা একরামুল হক। পেশায় একজন মুদি দোকানী।

দোকানের পেছনে দুই শতক অনাবাদি পতিত জমিতে এবার পারিবারিক পুষ্টি বাগান করেছেন। এ বাগান করে বেশ সফল হয়েছেন একরামুল হক।
 
তিনি বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তিনি এবার তার দুই শতক অনাবাদি পতিত জমিতে সবজি চাষ করেছেন। এতে উপজেলা কৃষি বিভাগ থেকে তিনি বীজ, সারসহ কৃষি উপকরণ পেয়েছেন।  

তিনি আরও বলেন, পারিবারিক পুষ্টি বাগান করে তিনি এখন পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করছেন। তিনি মনে করেন, সবাই যদি বাড়ির আঙিনায় অনাবাদি পতিত জমিতে সবজি চাষ করেন তাহলে পরিবারের চাহিদা যোগান দেওয়া সম্ভব।

ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বাংলানিউজকে জানান, উপজেলায় কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও পরিবারের নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে গড়ে তোলা হয়েছে এ বাগান। কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলায় দুটি ধাপে তৈরি করা হয়েছে মোট ১২২টি বাগান।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।