ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

হিলিতে তেলবাহী লরি খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
হিলিতে তেলবাহী লরি খাদে পড়ে নিহত ২ দুর্ঘটনাকবলিত লরি

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে রাসেল মিয়া (৩৬) ও সাব্বির হোসেন সৈকত (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হিলি-দিনাজপুর রোডের স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাধখুর গ্রামের সুরত আলীর ছেলে। তিনি ওই লরির হেলপার (সহকারী) ছিলেন। সাব্বির হোসেন সৈকত একই উপজেলার সুলতানপুর গ্রামের সোহেল রানার ছেলে। তিনি পাঁচবিবি ফিলিং স্টেশনের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় ওই গাড়ির চালক জাহিদ হোসেন আহত হয়েছেন।

জানা গেছে, তেল নেওয়ার জন্য লরি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর যাচ্ছিলেন রাসেল ও সাব্বির। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় লরিটি। এতে লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় লরির চালক আহত হলেও পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।