গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা এলাকার মো. আবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খাদিজা গোবিন্দবাড়ি এলাকায় তার বাবার দেওয়া জমিতে বাড়ি করে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতো। তার স্বামী নাজমুল নেশাগ্রস্ত ছিল। শনিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন রোববার সকাল হয়ে গেলেও তারা দরজা খুলছে না দেখে খাদিজার বাবা ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ে জামাই নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে বিছানায় স্ত্রী ও তাদের সন্তানের মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী নাজমুল আত্মহত্যা করেছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, স্বামী নাজমুলের ঝুলন্ত মরদেহ ও বিছানা থেকে স্ত্রী খাদিজা ও শিশু নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রী, সন্তানকে হত্যার পর নাজমুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএস/আরবি