ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: শামা ওবায়েদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: শামা ওবায়েদ  এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ রিংকু অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, 'যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি সংসদ হবে।

সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। '

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া-ঠেনঠেনিয়া ফাজিল মাদরাসা মাঠে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমরা হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছেন।

স্থানীয় বিএনপি নেতা আব্দুস সোবহান মাতুব্বরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা শাফিকুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।