ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

সিলেটের ট্যুরিস্ট পুলিশের এসপি বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
সিলেটের ট্যুরিস্ট পুলিশের এসপি বদলি

সিলেট: সমালোচনার মুখে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের এসপি খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ পরিদর্শকদের মধ্যে জ্যেষ্ঠ একজন পুলিশ পরিদর্শককে রিজিয়নের অফিসার ও ফোর্সদের ডিউটি বণ্টন, রোলকলসহ দাপ্তরিক কার্যাদি সম্পাদন করার আদেশ দেওয়া হলো।

এ এসপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়।

পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।

সিলেট রিজিয়ন সূত্র জানায়, বদলিকৃত এসপির বিরুদ্ধে অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশ্রাব্য গালাগালসহ হয়রানির অভিযোগ রয়েছে। তবে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ব্যতিরেকে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।