লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন ।
নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই ঘটনাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাত।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে বেশ কয়েকটি রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়। পরে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে।
লেবাননে হিজবুল্লাহ এবং বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীসহ একাধিক সশস্ত্র সংগঠন সক্রিয় থাকলেও এখনও পর্যন্ত কেউ রকেট হামলার দায় স্বীকার করেনি।
প্রথম দফার বিমান হামলার কয়েক ঘণ্টা পর রাতেও দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েল। এবার তাদের লক্ষ্য ছিল আরও কয়েকটি কমান্ড সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্রাগার।
লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার ঘটনা ঘটলো এমন এক সময়ে, যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল তার সামরিক অভিযান আরও বাড়িয়েছে। হামাস, হিজবুল্লাহর দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা উত্তর ইসরায়েলের মেতুলা শহরের আকাশে তিনটি রকেট প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা এই রকেট হামলার সঙ্গে যুক্ত নয় এবং তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
এদিকে, লেবাননের সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ লেবানন থেকে তিনটি রকেট উৎক্ষেপণ যন্ত্র জব্দ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এমএম